SHANTANU THAKUR: বাজার ঘুরে পছন্দের তিন রকম মাছ কিনলেন শান্তনু

এই সময়, বনগাঁ: একে সাংসদ। তায় কেন্দ্রীয় মন্ত্রী। ব্যস্ততার কারণে বাজারটা আর করা হয়ে ওঠে না শান্তনু ঠাকুরের। জানালেন নিয়মিত বাজার এখন বাবা মঞ্জুলকৃষ্ণ ঠাকুরই করেন। লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে মঙ্গলবার বনগাঁর ট-বাজার থেকে পছন্দের তিন রকমের মাছ থলেয় পুরলেন শান্তনু ঠাকুর। সঙ্গে থাকা দলের কর্মীরা জানালেন, রথ দেখা-কলা বেচা দুই-ই হলো। মাছবাজারে জনসংযোগ আরও পোক্ত করলেন শান্তনু।

২০ মে বনগাঁ লোকসভা কেন্দ্রে ভোট। জোরকদমে প্রচার চলছে সব রাজনৈতিক দলের। প্রচারে চমক দিতেও চেষ্টা করছে সকলে। মঙ্গলবার যেমন প্রচারের মাঝে মাছ কিনলেন শান্তনু। এ দিন মূলত বনগাঁর তিনটি বাজারে প্রচার সারেন তিনি। প্রথমেই শান্তনু চলে আসেন বনগাঁর ট-বাজারে। প্রথমে সব্জি বাজার, তারপর মাছের বাজারে যান। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। হাতজোড় করে তাঁকে ভোট দেওয়ার আবেদন রাখছিলেন শান্তনু।

তখনই একটি দোকানের সামনে পছন্দের মাছ দেখে থমকে যান তিনি। দেশি ট্যাংরা, শিঙি এবং মাগুর মাছ বিক্রি করছিলেন ওই ব্যবসায়ী। একেবারে জ্যান্ত মাছ। মনের মতো মাছ পেয়ে তিন রকমের মাছই কিনে নেন তিনি। সব মিলিয়ে দাম হয় ৩ হাজার ৪০০ টাকা। নিজের হাতেই টাকা মেটান তিনি। শান্তনুর কথায়, ‘আগে নিয়মিত বাজার করতাম। এখন ব্যস্ততার জন্য হয়ে ওঠে না। প্রচারে এসে জ্যান্ত দেশি ট্যাংরা, শিঙি এবং মাগুর মাছ দেখে পছন্দ হলো। তাই কিনে নিলাম।’

বনগাঁর ট-বাজারের অবস্থা বেশ বেহাল। তা নজর এড়ায়নি শান্তনুর। প্রচারে এসে বাজার সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন বনগাঁর বিদায়ী সাংসদ। বনগাঁর ট-বাজার ঘুরে শান্তনু চলে যান নিউ মার্কেটে। পাশেই রয়েছে বনগাঁর সুতিবস্ত্রের বাজার। দুই বাজার ঘুরেও এ দিন প্রচার করেন শান্তনু ঠাকুর।

একসময়ে বনগাঁয় ইছামতী নদী থেকে প্রচুর মাছ উঠত। জাল ফেলে মাছ ধরতেন মৎস্যজীবীরা। সেই সব মাছ বিক্রি হতো বনগাঁর বাজারে। এখন সে সবই অতীত। নিয়মিত সংস্কার না হওয়ায় পলি জমে ইছামতীর গভীরতা কমেছে। জাল ফেলে মাছ ধরার ছবিও এখন দেখা যায় না। এ দিন প্রচারে এসে ইন্দো-বাংলাদেশের মধ্যে থাকা ইছামতী সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন বিদায়ী সাংসদ। তবে ইতিমধ্যেই বনগাঁ থেকে বসিরহাটের কালাঞ্চি পর্যন্ত ইছামতীর সংস্কার হয়েছে।

প্রচার শেষে শান্তনু বলেন, ‘এখন কালঞ্চি পর্যন্ত ইছামতীর সংস্কার হয়েছে। বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে আগামী দিনে ইছামতীর আরও সংস্কার করা হবে। তা হলে মৎসজীবীদের উপকার হবে।’ ১২ মে বাগদার হেলেঞ্চায় বনগাঁ কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে মঙ্গলবার বাগদার আসারু পঞ্চায়েত এলাকায় প্রচার সারেন বিশ্বজিৎ দাস।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-05-08T11:10:39Z dg43tfdfdgfd