সলমানের বাড়িতে হামলার কায়দায় গুলি জনপ্রিয় গায়কের প্রাসাদে, সংকটজনক অবস্থায় হাসপাতালে নিরাপত্তারক্ষী

১৪ এপ্রিল রবিবার ভোরবেলা আচমকা গুলির শব্দে ঘুম ভেঙেছিল সলমান খানের। গ্যালাক্সির বাইরে বাইকে চেপে দুজন দুষ্কৃতি গুলি চালিয়ে সেখান থেকে চম্পট দেয়। এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। ইতিমধ্যেই পুলিশ আটক করেছে পাঁচজন সন্দেহভাজনকে। মুম্বইয়ের পর এবার সেই একই ঘটনার রেশ কানাডায়। সলমান খানের বাংলোতে আক্রমণের আদলেই হামলা চলল কানাডার জনপ্রিয় গায়ক ব়্যাপার ড্রেকের রাজপ্রাসাদে। হামলার সঙ্গে চলল গুলিও। ঘটনায় একেবারে তুলকালাম কানাডায়। পুলিশ সূত্রে খবর, কানাডার সময় অনুযায়ী রাত দুটোয় ঘটনাটা ঘটেছে। তবে সেই সময় ড্রেক বাড়িতে ছিলেন কিনা সেটা এখনও নিশ্চিত করেনি পুলিশ।

মিডিয়া রিপোর্ট মোতাবেক, গায়ক ব়্যাপার ড্রেকের প্রাসাদে হামলার ঘটনায় গুরুতর জখম হয়েছে একজন। এই মুহূর্তে কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে ড্রেকের প্রাসাদ। সংবাদমাধ্যম সূত্রে খবর, ব়্যাপার ড্রেকের বাড়িতে হামলার ঘটনাটা ঘটেছে গত মঙ্গলবার মধ্যরাতে। গাড়ি করে এসে গুলি চালিয়ে চোখের নিমেষে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই খবর সামনে আসতেই ড্রেকের অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। জানা গিয়েছে, ড্রেক সুরক্ষিত রয়েছেন। তবে আহত হয়েছেন গায়কের নিরাপত্তারক্ষী। বুকে গুলি লেগেছে। অতি সংকটজনক অবস্থাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। চিকিৎসকরা তাঁকে বাঁচানোর চেষ্টা করছেন। এই ঘটনার নেপথ্যে কী কারণ তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রসঙ্গত, কয়েকদিন আগে ড্রেকের সঙ্গে র‌্যাপার কেন্ড্রিক লামারের প্রচণ্ড ঝামেলা হয়। যা নিয়ে রীতিমতো শোরগোল পরে যায়। লামা তাঁর গানে ড্রেকের সমালোচনা করেন। তারই শুরু হয় তুলকালাম। গানের মাধ্যমে ড্রেককে মাদকাসক্ত, জুয়াখোর বলে তীব্র আক্রমণ করেন লামা। এখানেই শেষ নয়, র‌্যাপার কেন্ড্রিক লামারের দাবি ড্রেক এক সন্তানের বাবা সেটা গোপন রেখেছেন। ব্যক্তিগত ঝামেলার সঙ্গে ড্রেকের বাড়িতে হামলার কোনও সংযোগ আছে কিনা তা ভালো করে তদন্ত করছে পুলিশ।

উল্লেখ্য, কানাডার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব রয়েছে ব়্যাপার ড্রেকের। পেশায় তাঁর বাবা ছিলেন একজন ড্রামার। আর মা করতেন শিক্ষকতা। ফ্লোরিস্ট হিসেবেও কাজ করতেন তিনি। ড্রেকের যখন মাত্র পাঁচ বছর বয়স, তখন তাঁর বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। এরপর বিয়ে করেন ড্রেকের মা। গানের প্রতি ভালোবাসা ছোট থেকেই ছিল ড্রেকের। ছোটবেলায় বেশ কিছু ক্লাবে গানও গাইতেন। তারপরই শুরু করেন র‌্যাপ সং যা তাঁকে বিপুল জনপ্রিয়তা এনে দেয়। পাঁচবার গ্র্যামির মঞ্চে পুরস্কৃত হয়েছেন তিনি।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-05-08T06:20:29Z dg43tfdfdgfd